নেদারল্যান্ড সিরিজে সব ম্যাচ সিলেটে , ক্যাম্প শুরু ৬ আগস্ট!

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 day ago

আকাশ দাশ সৈকত

নেদারল্যান্ডসের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে এবং তার আগেই আগামী ৬ই আগস্ট থেকে ক্রিকেটাররা ক্যাম্পে যোগ দিবেন বলে জানিয়েছে বিসিবির ক্রিকেটে অপরেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

সামনে এশিয়া কাপ ! তার আগেই এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ । তবে আসন্ন সিরিজ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এখনো সিরিজের সময়সূচী এবং ভেন্যু সম্পর্কে কিছু জানানো না হলেও আসন্ন এশিয়া কাপে বাংলাদেশ দলের সব ম্যাচ আবুধাবিতে হওয়ায় রানবান্ধব উইকেট চাই বিসিবি। তাইতো আসন্ন এই সিরিজে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে বলে জানায় বিসিবির ক্রিকেটে অপরেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

আজ গণমাধ্যমকে নাজমুল আবেদিন গণমাধ্যমকে বলেন, ‘৬ তারিখে ঢাকায় ক্যাম্প শুরু হবে। সবাই আসবে, ফিটনেস দিয়ে শুরু হবে। তারপর কোচরা চলে আসবে ১১, ১২, ১৩. তারিখ…এরকম সময়ের মধ্যে কোচরা আসা শুরু করবে। কোচরা আসা শুরু করার পর এখানে স্কিলের কাজ শুরু হবে। তবে এখান থেকে ক্যাম্পটা চলে যাবে। আমরা আশা করছি ক্যাম্পটা চলে যাবে সিলেটে। সিলেটে কিছুদিন অনুশীলন করবে। তারপর ইনশাআল্লাহ আমরা নেদারল্যান্ডসের সাথে সেখানে সিরিজটা খেলবো।’

  • নেদারল্যান্ড সিরিজে সব ম্যাচ সিলেটে