জনপ্রিয়

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কাউরাট গ্রামের কৃতি সন্তান ছিলেন ড: মো: আনিসুর রহমান

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM TV
প্রকাশ: 4 weeks ago

নেত্রকোনা (কেন্দুয়া) প্রতিনিধি

ড:মো: আনিসুর রহমান ছিলেন একজন বুদ্ধিজীবি

তার পিতা ছিলেন হাফিজুর রহমান তিনি পাকিস্তান আমলে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের বিভিন্ন সময়ে খাদ্য ও বাণিজ্য মন্ত্রী,অর্থমন্ত্রী, কৃষিমন্ত্রীপদে ছিলেন । ড:আনিসুর রহমান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান । এরপর শেখ মুজিবের অনুরোধে পরিকল্পনা কমিশনে যোগ দিলেও পরবর্তীতে কার্যক্রম মনমতো না হওয়ায় স্বেচ্ছায় ত্যাগ করে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেশায় ফিরে যান।তিনি একাধারে অর্থনীতিবিদ, শিক্ষক, গবেষক,বুদ্ধিজীবী, রবীন্দ্রসঙ্গীতশিল্পী।
ছয়দফার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন, স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যুদ্ধপরবর্তী দেশ গঠনে অসামান্য অবদান রাখেন, বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন, যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। শেখ মুজিবুর রহমানকে ছয়দফার ঘোষণাপত্র তৈরিতেও সহায়তা করেন।
১৯৭৭ সালে তিনি জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) স্থায়ী সচিবালয়ে যোগ দেন। ১৯৯০ সালে তিনি জাতিসংঘের সংস্থা থেকে অবসর গ্রহণ করেন। তাকে নিয়ে বিগত কিছুদিন আগে ডেলিস্টার এ তার শান্তি পূর্ন জীবন নিয়েও প্রতিবেদন প্রকাশিত হয়েছে,,। ড:আনিসুর রহমানের বিষয়ে তার পিতৃভূমি- কাউরাট গ্রামের সাধারণ জনগনের সাথে কথা বললে তারা জানায় ড:আনিসুর রহমান খুব ভালো মনের মানুষ ছিল,, গ্রামের মানুষের বিপদে পাশে থাকতেন সব সময়। এই বৃদ্ধিজীবি ২০২৫ সালের জানুয়ারির ৫ তারিখ দুপুরে তিনি ৯২ বছর বয়সে ঢাকার ইউনাইটেড হসপিটালে মারা যান।
৭ জানুয়ারি ১১.৩০ থেকে ১২.৩০ পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয় সর্বসাধারণের জন্য। যোহর বাদ জানাজা হয় সেগুনবাগিচায়। পরদিন ৮ জানুয়ারি ২০২৫ (বুধবার) সকালে ৬ টায় রওনা হয় কাউরাটের উদ্দেশ্যে। ১১.৩০ এ জানাজা অনুষ্ঠিত হয় কাউরাট দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে। তারপর দাফন হয় কাউরাট পারিবারিক কবরস্থানে তার নিজ বাবা মায়ের কবরের পাশে।