আব্দুল আহাদ, বগুড়া জেলা প্রতিনিধি
নিজের মা’কে হ’ত্যা করে ডিপফ্রিজে রাখলো ছেলে! বগুড়া জেলার কাহালু উপজেলার অন্তগত পাঁচপীর বাজার হতে পূর্ব দিকে আড়োবাড়ি গাম এর ঘটনা ছেলেটার নাম সা’দ। বয়স ২১ বছর। একটা মেয়ের সাথে তার সম্পর্ক ছিল। সেই মেয়ের পিছনে উড়িয়েছে বহু টাকা। কখনো ঋণ করে, কখনো বাপের পকেট আত্মসাৎ করে। তার মা বিষয়টি জানার পর মনোমালিন্য শুরু হয়। মায়ের সদুপদেশ যেন বিষ। প্রায় ঝগড়া হতো। সেদিন সকালেও মায়ের সাথে ঝগড়া করে সে বেড়িয়ে যায়। দুপুরে ফিরে দেখে মা সবজি কুটছেন। ছেলেটা পিছন থেকে শ্বাসরুদ্ধ করে মা’কে মেরে ফেলে। তারপর ডিপে রেখে আলমারিসহ বিভিন্ন জিনিস ভেঙ্গে ডাকা’তির চিহ্ন রেখে চলে গেলো। ক্লাস শেষে বাড়িতে ফিরে এমন ভাব করলো, যেন সে মাত্র এখন এসেছে। আর ঘটনাটি ছড়লো ডাকা’তি হয়েছে বলে। কিন্তু, সত্য কখনো চাপা থাকে না। এ ঘটনায় ভিক্টিম সা’দ কে RAB আটক করে।