জনপ্রিয়

নিজামপুর সমাজ কল্যাণ সমিতির বার্ষিক অনুষ্ঠান সমপন্ন!

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 17 hours ago

আকাশ দাশ সৈকত

নিজামপুর সমাজ কল্যাণ সমিতির উদ্যো বার্ষিক অনুষ্ঠান গতকাল ছোট কমলদহ সমিতির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল আমিন কমিউনিটি সেন্টারে সমপন্ন হয়েছে!

গত ২৫ শে ডিসেম্বর (বুধবার) নিজামপুর সমাজ কল্যান সমিতির কেন্দীয় পরিচালনা পরিষদের সহ সাধারণ সম্পাদক বাবু দুলাল চন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক বাবু নিতাই চন্দ্র দাশ, সহ সাধারণ সম্পাদক বাবু অর্জুন কুমার দাশ, প্রচার সম্পাদক বাবু স্বপন কুমার দাশের পরিচালনায় নিজামপুর সমাজ কল্যাণ সমিতির সন্মানিত সভাপতি ডাঃ মানিক লাল দাশের সভাপতিত্বে সমিতির বার্ষিক সভা এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার এবং আজীবন সদস্যদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এইসময় ২০২৩-২৪ সালে অনুষ্ঠিত এসএসসি এবং এইচএসসি পরিক্ষায় ১৪০ জন উত্তীর্ণদের মাঝে সন্মাননা স্মারক, ৬৬ জন আজীবন সদস্যবৃন্দকে সন্মাননা স্মারক প্রদান, ৫ জন অসহায় মহিলাদের মাঝে সেলাই মিশিন সহ উপস্থিত সন্মানিত অতিথিবৃন্দ কে সন্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যথাক্রমে উপদেষ্টা পরিষদের সন্মানিত সদস্য সচিব বাবু স্বপন কুমার দাশ (বিএসসিবিএড), সামাজিক বিধিবিধান সম্পাদক বাবু রতি রঞ্জন দাশ, সাধারণ সম্পাদক বাবু রতন কুমার দাশ, বাবু লিটন কান্তি দাশ (বিবিএম ফ্যাশন) , শিক্ষা সম্পাদক বাবু কাঞ্চন দাশ, বাবু শংকর দাশ, বাবু অসিম দাশ প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডাঃ মানিক লাল দাশ বলেন, নিজামপুর সমাজ কল্যাণ সমিতি একটা অরাজনৈতিক সেবামূলক সামাজিক সংগঠন। আমাদের এই সমিতি থেকে প্রতিবছর বিভিন্ন সেবামূলক কাজ করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এইবার ও আমরা বেশ কিছু সম্মাননা এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেছি। আশা করি আগামীতে ও আপনারা আমাদের পাশে থাকবেন। আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের দরকার, আজকে যারা এতো কষ্ট করে এইখানে এসেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি”।

  • নিজামপুর সমাজ কল্যাণ সমিতির বার্ষিক অনুষ্ঠান সমপন্ন!