নাসিরনগরে মহানবী সা. এর শানে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ, ফাঁ*সির দাবি তুললেন তৌহিদী জনতা

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 months ago

সংবাদদাতা : দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শানে চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের গোকর্ণ ইউনিয়নে সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ জুন) বিকাল গোকর্ণ নতুন বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গোকর্ণ সৈয়দ ওয়ালীউল্লাহ স্কুল অ্যান্ড কলেজ মাঠে গিয়ে সমাবেশে পরিণত হয়।

সমাবেশটি মাওলানা রায়হান আহমদ শরীফির পরিচালনা ও
মাওলানা আব্দুল আওয়াল এর সভাপতিত্বে শুরু হলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম নাসিরনগর উপজেলা শাখার প্রচার সম্পাদক মাওলানা হুসাইন আহমদ নুরপূরী। তিনি বলেন, “নাস্তিক ইমাদ উদ্দিন শুভ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করে আমাদের হৃদয়ে গভীর আঘাত হেনেছে। এ অপমান কোনোভাবেই সহ্য করা যায় না। তাকে ও তার বাবা নাস্তিক সালাউদ্দিন মুকুলকে দ্রুত ফাঁসি দিতে হবে, নতুবা কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”

এসময় আরও বক্তব্য রাখেন গোকর্ণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহিন, মাওলানা মোশারফ হুসাইন, মুফতি খালেদ সাইফুল্লাহ, মাওলানা ওসমানগুনি কামরুল হোসেন এবং স্থানীয় জনপ্রতিনিধি আব্দুল হালিম মেম্বার প্রমুখ।

বক্তারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, দেশের ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী কোনো অপকর্ম বরদাশত করা হবে না। সর্বস্তরের তৌহিদী জনতা আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও উচ্চারণ করেন।