জনপ্রিয়

নাসিরনগরে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক পরিকল্পনা প্রণয়ন কর্মশালা

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 weeks ago

ইয়াছিন চৌধুরী নাসিরনগর ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি

নাসিরনগরে মৎস্য অধিদপ্তর ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা উদ্যাগে,স্থানীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা (DRM) বিষয়ক পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার কৃষি কাজ এবং মৎস্য চাষ সংশ্লিষ্ট কাজে সংঘটিত ও সম্ভাব্য ঝুঁকি সমূহের বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রশমনের লক্ষে মৎস্য অধিদপ্তর এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাস্তবায়নে “কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারীজ অ্যান্ড অ্যাকুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ ” প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে স্থানীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে দু দিন ব্যাপি এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইনস্টিটিউট অব লাইভস্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রশিক্ষণ কক্ষে দুইদিন কর্মশালার বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ফাহিমুল আরিফিন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ন্যাশনাল মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন স্পেশালিষ্ট হেনা বাডৈ, ফিল্ড কো-অর্ডনেটর ড: শফি উল্লাহ প্রমুখ। এই কর্মশালার দলীয় কাজ, মতামত গ্রহণ ও প্রতিবেদন তৈরি সহ বিভিন্ন কাজ পরিচালনা করছেন। কর্মশালায় নাসিরনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রকল্প সংশ্লিষ্ট ৩০ জন সিবিও প্রতিনিধি অংশগ্রহণ করেন।

  • নাসিরনগরে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক পরিকল্পনা প্রণয়ন কর্মশালা