নাসিরনগরে জুলাই শহীদ ইমরানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 hour ago

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হাফেজ মোনায়েল আহমেদ ইমরান এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। সোমবার (৫ জুলাই) সকালে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে অবস্থিত তার সমাধিতে প্রশাসন, মুক্তিযোদ্ধা সংগঠন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরীন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রতিনিধি, সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুগবুল হোসেন। এ সময় নাসিরনগর প্রেসক্লাব, এনসিপি নাসিরনগরসহ বিভিন্ন সামাজিক সংগঠনও শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ ইমরান সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত ও সকল আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম মৃধা, কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসাইন, প্রাণিসম্পদ কর্মকর্তা সামিউল বাসির, মৎস্য কর্মকর্তা ফাহিম আরিফিন, খাদ্য কর্মকর্তা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, গোকর্ণ ইউপি চেয়ারম্যান সৈয়দ শাহীন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আমিনুল ইসলাম, নাসিরনগর পল্লীবিদ্যুতের ডিজিএম প্রকৌশলী মো. আমজাদ হোসেন, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আছমত আলী, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, এনসিপি নেতা হাফিজ মেম্বার ও যুবনেতা পিএম সাইফুজ্জামান জনি।

  • নাসিরনগরে জুলাই শহীদ ইমরানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ