নাসিরনগরে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM TV
প্রকাশ: 1 day ago

ইয়াছিন চৌধুরী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক পণ্ডিত রাম উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। টিডি ব্যাংক গ্রুপ কানাডার ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার মনিরুল ইসলাম তারেকের উদ্যোগে এ বৃত্তি দেওয়া হয় বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহেরের নামে প্রবর্তিত “মোহাম্মদ আবু তাহের শিক্ষাবৃত্তি” থেকে।

বুধবার (২২ জুলাই) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাওলানা সৈয়দ মঈন উদ্দিন আল হোসাইনী, প্রধান শিক্ষক হাবিবুর রহমান শেখ, সহকারী প্রধান শিক্ষক প্রদীপ কুমার, শিক্ষিকা মীর রুবিয়া আক্তার, শিক্ষক সুমন পাল নাসিরনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য ফারুক খান প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, “এই শিক্ষাবৃত্তি শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করবে।” এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।