জনপ্রিয়

নাসিরনগরে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 19 hours ago

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম ইমনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা পশু হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ফখরুল ইসলাম ইমন উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামের বাসিন্দা বজলু মিয়ার ছেলে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, বিকেলে উপজেলা সদরের পশু হাসপাতালের সামনে দাঁড়িয়ে চা খাচ্ছিল ফখরুল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনার সময় পুলিশ দেখে দৌড় দেন ফখরুল। পরে একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ফখরুল বিস্ফোরক মামলার এজহারনামীয় আসামি। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

  • নাসিরনগরে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার