জনপ্রিয়

নালিতাবাড়ী হাসপাতালে অপারেশনের চিকিৎসা যন্ত্রপাতি দিলো উপজেলা পরিষদ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 9 months ago

তৌহিদুর রহমান, শেরপুর প্রতিনিধি: ৫০ শয্যা বিশিষ্ট নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটারের চিকিৎসা যন্ত্রপাতি দিয়েছে নালিতাবাড়ী উপজেলা পরিষদ। এতে করে নালিতাবাড়ী হাসপাতালেই সিজারিয়ান অপারেশন সহ অন্যান্য অপারেশন করা যাবে। ৩ এপ্রিল বুধবার দুপুরে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. তৌফিকুল ইসলামের কাছে এসব সরঞ্জামাদি হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান মো: মোকছেদুর রহমান লেবু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল, উপজেলা প্রকৌশলী মো: রকিবুল আলম রাকিব, উপজেলা কৃষি অফিসার আব্দুল ওয়াদুদ প্রমুখ।জানা যায়,জাপান ইন্টারন্যাশনাল কো- অপারেশন এজেন্সি (জাইকা) এর অর্থায়নে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় ১১ লক্ষ ১৭ হাজার ৩১৯ টাকা ব্যয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসব মেডিকেল সঞ্জামাদি সরবরাহ করে নালিতাবাড়ী উপজেলা পরিষদ।উপজেলা চেয়ারম্যান মো: মোকছেদুর রহমান লেবু জানান,এসব চিকিৎসা যন্ত্রপাতি যোগ হওয়াতে আমাদের উপজেলা হাসপাতালেই সিজারিয়ান অপারেশন সহ অন্যান্য অপারেশন করা সম্ভব হবে। এখন থেকে আমাদের মা-বোনদের আর কস্ট করে জেলা সদরে যেতে হবেনা। এতে করে আমাদের অর্থ ও সময় দুটোই সাশ্রয় হবে ও মায়েদের মৃত্যু ঝুঁকি কমবে।এছাড়াও এর আগে রোগী ও তার স্বজনদের কথা চিন্তা করে নিরাপদ পানি এবং হাসপাতালের অভ্যন্তরে উন্নত টয়লেট ও বাথরুম সুবিধাসহ দুই কক্ষ বিশিষ্ট পাকা বিশ্রামাগার স্থাপন করে দেন উপজেলা চেয়ারম্যান মো: মোকছেদুর রহমান লেবু।

  • নালিতাবাড়ী হাসপাতালে অপারেশনের চিকিৎসা যন্ত্রপাতি দিলো উপজেলা পরিষদ