নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি :
শেরপুর নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের হযরত শাহ্ শিতল নূরী (রঃ) মাজারে অবস্থিত প্রায় ৫০০ বছর পুরোনো বট গাছ।
যা এলাকার বৃহৎ বট গাছ নামে পরিচিত। ঔ এলাকার লোকজনের কাছে জানতে চাইলে কেউই এই বিষয় বলতে পারে না।
তবে কিছু লোক বলে হযরত শাহ্ শিতল নূরী (রঃ) এর সময়ের গাছ এবং এর আগেরও হতে পারে। ওই এলাকার বাসিন্দা মোঃ সূর্য মিয়া বলেন প্রায় ৫০০ বছর পুরোনো গাছ বলে ধারণা করা যায়। আমি ছোট থেকে দেখে আসছি এবং আমার দাদা বলতো সেও নাকি ছোট থেকেই এই গাছ দেখে আসছেন।
হযরত শাহ্ শিতল নূরী (রঃ) মাজার শরীফ এর খাদেম মোঃ ফরজ আলী কাছে জানতে চাইলে তিনি বলেন আমার আগে আমার গুরু মোঃ মুকবুল ফকির ৪৫ বছর এই মাজার দেখা শোনা করেছেন তিনি এবং আমার দাদা ও এলাকার কিছু মুরুব্বী রা বলতেন এই বট গাছ ও মাজার টি প্রায় ৫০০ বছরের পুরনো। এই এলাকার এক জন হাজম জমিদার ছিলো বরদংগা উনার মুখে শুনেছি একদিন এক রাজা হাতি নিয়ে এই দিক দিয়ে যাচ্ছিলেন তখন হঠাৎ হাতি টি দারিয়ে পরে। এখান থেকে যেতে চাই না। পরে এক পর্যায় রাজা খুব চিন্তিত হয়ে পরে। পরে এই মাজারে কিছু জমি দান করেন এর পর হাতিটি এখান থেকে চলতে শুরু করে। সেই জমিটি এখনো মাজারের নামে আছে।
তখন কার সময় অনেক মানুষ অনেক অলৌকিক গঠনা দেখেছে যা এখন আর দেখা মিলে না। এখন দূর থেকে মানুষ জন আসে শুধু এই গাছটি দেখার জন্য।