জনপ্রিয়

নারী বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের জ্যোতি!

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 months ago

আকাশ দাশ সৈকত

সদ্য সমাপ্ত হওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশ দলপতি নিগার সূলতানা জ্যোতি। স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছিলো বাংলাদেশ । তবে পুরো টুর্নামেন্ট জুড়ে ওই একটা জয়ই ছিলো বাংলাদেশর জন্য অনুপ্রেরণা। হেরেছে গ্রুপ পর্বের বাকি তিন ম্যাচে যেখানে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের আশা দেখেও হেরেছিলো দল অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। টুর্নামেন্টে স্কটল্যান্ডের বিপক্ষে জয় ছাড়া দলের কোন প্রাপ্তি না থাকলেও ব্যাট হাতে ১০৪ রান করা বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জায়গা করে নিয়েছে টুর্নামেন্টর সেরা একাদশে । এছাড়া উইকেটের পেছনে নিয়েছেন ১টি ক্যাচ এবং করেছেন ৬টি স্টাম্পিং। সদ্য সমাপ্ত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে তার চেয়ে বেশি ডিসমিসাল নেই অন্য কোনো উইকেটরক্ষকের।

ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে রানার্সআপ হলেও টুর্নামেন্টের সেরা একাদশে সবচেয়ে বেশি তিনজন সাউথ আফ্রিকার, সেরা একাদশের অধিনায়কও দলটির লরা উলভার্ট। চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের দুজন ঠাই পেয়েছেন সেরা একাদশে। সর্বমোট সাত দেশের প্রতিনিধি আছেন টুর্নামেন্টের সেরা দলে।

২০২৪ নারী বিশ্বকাপ-টিম অব দ্য টুর্নামেন্ট: লরা উলভার্ট (সাউথ আফ্রিকা, অধিনায়ক), তাজমিন ব্রিটস, (সাউথ আফ্রিকা), ড্যানি ওয়াইট-হজ (ইংল্যান্ড), অ্যামেলিয়া কার (নিউজিল্যান্ড), হারমানপ্রীত কৌর (ভারত), ডিয়ান্ড্রা ডটিন (ওয়েস্ট ইন্ডিজ), নিগার সুলতানা (বাংলাদেশ, উইকেটরক্ষক), অ্যাফি ফ্লেচার (ওয়েস্ট ইন্ডিজ), রোজমেরি মেয়ার (নিউজিল্যান্ড), মেগান শুট (অস্ট্রেলিয়া), ননকুলুলেকো এমলাবা (সাউথ আফ্রিকা), ইডেন কারসন (নিউজিল্যান্ড, দ্বাদশ খেলোয়াড়)।

  • নারী বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের জ্যোতি!