নরসিংদীর শিবপুর মাদক নির্মূলে প্রশাসনকে সহযোগিতা করুন-মুঃ আব্দর রহিম, এসি ল্যান্ড শিবপুর

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM TV
প্রকাশ: 1 day ago

নরসিংদীর, শিবপুর উপজেলায় অদ্য ২৩ জুলাই ২০২৫ ইং বুধবার বিকালে শিবপুর উপজেলার পালপাড়া গ্রামের ,বড়কান্দা নামক স্থানে মোঃ উসমান নামক এক ব্যক্তি মাদকসেবী, মাদকসেবনরত অবস্থায় স্থানীয় জনসাধারণের বিরক্তকর উদ্বেগ এর সৃষ্টি করছিলো। স্থানীয় জনসাধারণের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি প্রায় সময় মাদক সেবন করে স্থানীয় জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিঘ্ন সৃষ্টি করে।আজ মোবাইল কোর্ট পরিচালনকালে মাদকসেবীর বাবা নিজেই অভিযোগ দাখিল করেন।

তৎপ্রেক্ষিতে অভিযুক্ত ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় ১০০/- অর্থদন্ড ও ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন , মুঃ আব্দর রহিম, সহকারী কমিশনার (ভূমি ) শিবপুর, নরসিংদী। অভিযানে শিবপুর মডেল থানার পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন। মুঃ আব্দুর রহিম সহকারী কমিশনার (ভূমি) শিবপুর তিনি বলেন শিবপুরে মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যহত থাকবে।

  • নরসিংদীর শিবপুর মাদক নির্মূলে প্রশাসনকে সহযোগিতা করুন-মুঃ আব্দর রহিম