জনপ্রিয়

নরসিংদীর মনোহরদীতে সিএসডি হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 9 months ago

মাহমুদুল হাসান লিমন, জেলা প্রতিনিধি নরসিংদী

গতকাল শনিবার (২৩ মার্চ) দিনব্যাপী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরগোহালবাড়িয়া সমাজ কল্যান সংঘের আয়োজনে চরগোহালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে উপজেলার অর্ধশতাধিক মাদরাসার ১৬৫ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে। স্বনামধন্য বিজ্ঞ বিচারকদের সুনিপুন বিচারকার্যে প্রথম স্থান অর্জন করেছে মনোহরদীর আল মাহমুদ আইডিয়াল মাদরাসার শিক্ষার্থী মোহাম্মদ আলী। দ্বিতীয় স্থান অর্জন করেছে মাদরাসতু ছওতিল কুরআন এর ছাত্র আব্দুল্লাহ আল রাফি এবং মনোহরদী মডেল হিফজ মাদরাসার ছাত্র মাহমুদুল হাসান তৃতীয় স্থান অধিকার করেছে। বিজয়ী প্রথম স্থান অর্জনকারীকে নগদ ২০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ১০ হাজার ও তৃতীয় স্থান অর্জনকারীকে নগদ ৮ হাজার টাকা এবং সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করা আরও ১৯ জনকে সম্মাননা স্মারক এবং বই উপহার দেওয়া হয়। হিফজুল কুরআন প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ডা. মাওলানা আবদুল ওয়াদুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মু. ফজলুল হক। উদ্বোধন করেন কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়চাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান উদ্দিন, কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মনির, ব্যাংক কর্মকর্তা নাদিম মাহমুদ প্রমুখ। আমাদের প্রতিনিধি আল মাহমুদ মাদরাসায় যোগাযোগ করলে প্রতিষ্ঠানটির প্রধান হাফেজ মাওলানা মুহাম্মাদ আনোয়ার শাহ জানান, আয়োজনটি খুবই চমৎকার ও উপভোগ্য ছিল, মুহাম্মাদ আলী বেশ সাহসিকতার সাথে প্রশ্নের উত্তর দিয়ে বিচারক মন্ডলীদের নজর কেড়েছেন আলহামদুলিল্লাহ। তিনি প্রতিষ্ঠান ও মুহাম্মাদ আলীর জন্য দেশবাসীর কাছে দু’আ চেয়েছেন, আল্লাহ পাক যেন তাদেরকে দ্বীনের দাঈ হওয়ার তাওফিক দান করেন।

  • নরসিংদীর মনোহরদীতে সিএসডি হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে