রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোর রুমে, টেলিভিশন কক্ষে, মসজিদের মেঝেতে কিংবা বিভিন্ন ফাঁকা জায়গায় বিছানো হয়েছে চাদর ও কাঁথা। কেউবা ছোট কাগজে লিখে অথবা প্লাস্টিকের দড়ি দিয়ে ঘিরে রেখেছেন নির্দিষ্ট জায়গা। অথবা কেউ পরিস্কার করছে তাদের সংগঠনের রুম। ৫ মার্চ থেকে শুরু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। পরীক্ষা দিতে আসা হাজার হাজার পরীক্ষার্থীর আবাসনের জন্য এভাবেই প্রস্তুত হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিবারের মতো এবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ১ লাখ ৮৫ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। তাঁদের থাকার জন্য আবাসিক হোটেল কিংবা আশপাশের মেসে সিট খুঁজছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুধু আবাসনের ব্যবস্থা নয়, স্বল্প মূল্যে যাতায়াতের সুব্যবস্থাও করছেন তাঁরা। ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে ক্যাম্পাসভিত্তিক বিভিন্ন সংগঠন ও বিভিন্ন জেলা সমিতির হেল্প ডেস্ক। ক্যাম্পাসের দেয়ালগুলোতে সাঁটানো হয়েছে বিভিন্ন পোস্টারে। যাঁদের এখনো থাকার ব্যবস্থা হয়নি কিংবা ক্যাম্পাসে পরিচিত কেউ নেই, তাঁরা এসব পোস্টারগুলোতে দেওয়া মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করলেই হয়ে যাবে আবাসনের ব্যবস্থা।
তারিফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়