জনপ্রিয়

নববর্ষ উপলক্ষে বিজিবি-বিএসএফ’র মিষ্টি বিনিময়

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 year ago

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: বাংলা নর্ববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে ইছামতি নদীর সুশীলগাতী এলাকার শুন্য বর্ডারে স্প্রিড বোর্ডে বিজিবি ও বিএসএফ এর মধ্যে মিষ্টি বিনিময় করা হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) সাড়ে ১২ টায় দিনটি উপলক্ষে দেবহাটা বিজিবি ক্যাম্প ও ভারতের কালুতলা বিএসএফ সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি বিতরণ করা হয়। এসময় বাংলাদেশের পক্ষে নেতৃত্বদেন ১৭ বিজিবি নীলডুমুর ব্যাটালিয়নের দেবহাটা ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল লতিফ। এছাড়া ভারতের পক্ষে ৮৫ বিএসএফ ব্যাটালিয়নের কালুতলা ক্যাম্পের কমান্ডার এসআই কাওয়াল সিং। দেবহাটা ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার জানান, দেশ বিভাগের প‚র্বে বাংলাদেশ ও ভারতের মানুষ এক সাথে বিভিন্ন উৎসব পালন করতেন। কিন্তু আন্তর্জাতিক সীমারেক্ষা নির্ধারণ করার পর থেকে সেটি বন্ধ হয়ে যায়। সেই উৎসব ধরে রাখতে এবং প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভ্রাতিত্বপ‚র্ণ সম্পর্ক বজায় রাখতে মিষ্টি বিনিময় করা হয়। যারই অংশ হিসাবে দু-দেশের সীমানারক্ষী বাহিনীর সদস্যদের মাধ্যমে এ আয়োজন করা হয়। এছাড়া দু-দেশের জিরো বর্ডার পানির উপরে পতাকা বৈঠকের মাধ্যমে এ শুভেচ্ছা বিনিময় হয়ে থাকে। যাতে উভয় দেশ আন্তর্জাতিক সীমানা রক্ষায় বন্ধুত্বের সাথে কাজ করতে পারে সে বিষয়ে উভয়কে সজাগ থাকার আনুরোধ জানানো হয়।

  • নববর্ষ উপলক্ষে বিজিবি-বিএসএফ’র মিষ্টি বিনিময়