জনপ্রিয়

নবনির্বাচিত মেয়র খন্দকার শায়লা পারভিনের শপথ গ্রহণ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 9 months ago

রাজশাহী প্রতিনিধি :

জনগণের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আবারো তাহেরপুর পৌর মাতা হিসেবে শপথ নিলেন খন্দকার শায়লা পারভিন।

আজ রোববার (৩১ মার্চ) রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র খন্দকার শায়লা পারভিন শপথ গ্রহণ করেন।রাজশাহী বিভাগীয় কমিশনের দপ্তরের সভা কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

দুপুরে রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির নবনির্বাচিত মেয়রকে শপথ বাক্য পাঠ করান।

এসময় উপস্থিত ছিলেন, বাগমারা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ সহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতারা।

শপথ গ্রহণের পর এলাকার বিভিন্ন পেশার লোকজন, সংগঠন ও দলীয় নেতা-কর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।এসময় তিনি তাঁদের উদ্দেশ্যে বলেন, বাবা ও স্বামীর ন্যায় পৌরসভার উন্নয়ন অব্যাহত রাখবো।আজীবন মানুষের পাশে থেকে সেবা করে যাবো।এজন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

খন্দকার শায়লা পারভিন তাহেরপুর পৌরসভার প্রথম নারী চেয়ারম্যান ও মেয়র।এর আগে তাঁর বাবা পৌরসভার প্রতিষ্ঠাতা শহীদ আলো খন্দকার সর্বহারা আর্টবাবু গ্যাংদের হাতে খুন হওয়ার পর উপনির্বাচনে ২০০৩ সালে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এবার তাঁর স্বামী অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তা শূন্য হয়।স্বামী আবুল কালাম আজাদের ছেড়ে দেওয়া পৌরসভায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় গত ৯ মার্চ তিনি মেয়র নির্বাচিত হয়েছেন।

এছাড়া ৯ নং ওয়ার্ড কাউন্সিলর রউচ উদ্দিনের মৃত্যুতে এই ওয়ার্ড কাউন্সিলর পদ শুন্য হয়।এখানেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হন আমিনুল ইসলাম মিঠু।তিনিও আজ শপথ গ্রহন করেন।

  • নবনির্বাচিত মেয়র খন্দকার শায়লা পারভিনের শপথ গ্রহণ