সুবাস চন্দ্র, নওগাঁ প্রতিনিধিঃ ভিজিএফের চাল ভাগ-বাটোয়ারা নিয়ে কতিপয় দুষ্কৃতিকারী দ্বারা নওগাঁর বদলগাছীর মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সহকারী সচিবের উপর হামলা-সহ সিসিটিভি ক্যামেরা ভাংচুরের ঘটনায় হামলাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ১১টায় ওই ইউনিয়ন পরিষদের সামনে ঘন্টাকালব্যাপী প্রায় দুই হাজার লোকজন এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহন করেন। মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রানা, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান পরিমল চন্দ্র, শফিকুল ইসলাম, আহসান হাবিব লিটন, রোস্তম আলী, মথুরাপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্মসাধারন সম্পাদক সাব্বির হোসেন প্রমুখ। বক্তারা বলেন, ভিজিএফ চাল গরীব, অসহায় ও অস্বচ্ছল মানুষদের জন্য। এ চাল নিয়ে যদি কতিপয় সন্ত্রাসীরা চেয়ারম্যান ও সচিবের উপর হামলা ও নির্যাতন চালায় তাহলে গরীবরা এই ঈদে কিভাবে প্রধানমন্ত্রীর চাল পাবে। তারা ঈদ পালন করবে কিভাবে। তাই দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবী জানায় এলাকাবাসী।