দোয়ারাবাজার ইসলামী ছাত্রশিবিরের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 2 months ago

দোয়ারাবাজার, সুনামগঞ্জ প্রতিনিধিঃ আবদুল্লাহ আল মারুফ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দোয়ারাবাজার উপজেলা শাখা কর্তৃক আয়োজিত কর্মী সমাবেশ-২০২৫ সম্পন্ন হয়েছে।বুধবার (১৮ জুন) সকাল ১০ টায় দোয়ারাবাজার উপজেলা সদরে একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কর্মী সমাবেশ শেষ দুপুর ১ টায়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক সুলতান আহমদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ আব্দুল কুদ্দুস,ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা সাবেক সভাপতি মাও দেলোয়ার হোসাইন, জেলা অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।ছাত্রশিবির দোয়ারাবাজার উপজেলা সভাপতি মো: আজিজুর রহমান’র সভাপতিত্বে ও সেক্রেটারি মিরাজুল হক শাহিন’র সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরের সাবেক সেক্রেটারিজসিম উদ্দিন, সাবেক সুনামগঞ্জ জেলা অফিস সম্পাদক জুবায়ের আহমদ,জামাল উদ্দিন ফারভেজ, সাবেক দোয়ারা উত্তর সাথী শাখার সভাপতি মনিরুজ্জামান।এতে দোয়ারাবাজার উপজেলা দক্ষিন শাখার সভাপতি মাহবুবুর রহমান রুকন,কলাউড়া মাদ্রাসা শাখার সভাপতি হাফেজ বিল্লাল হোসাইন, উপজেলা উত্তর সাথী শাখার সাবেক সভাপতিআব্দুর রাশিদ,মোজাহিদুল ইসলাম,সেক্রটারি সালমান আহমদ,আব্দুল্লাহ আল মারুফ,সাংগঠনিক সম্পাদক আবেদ আহমদ,খন্দকার মারুফ, উপজেলা বিভিন্ন ইউনিয়ন, অঞ্চল, স্কুল ও মাদ্রাসা শাখা শিবিরের কর্মীরা উপস্থিত ছিলেন।এসময় বক্তারা বলেন, ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না। ছাত্রশিবির আগামী দিনে জাতির নেতৃত্ব দেবে। সে জন্য প্রতিটি কর্মীকে সৎ, দক্ষ ও যোগ্য করে গড়ে তুলে জাতির নেতৃত্ব দেওয়ার উপযোগী হিসেবে তৈরি করতে হবে।সমাবেশে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন। পরে উপস্থিত সবাইকে দুপুরের খাবার আপ্যায়নের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।