জনপ্রিয়

দোয়ারাবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 months ago

দোয়ারাবাজার প্রতিনিধিঃ আব্দুল্লাহ আল মারুফ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় রওশন আলী (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার দোয়ারাবাজার টেবলাই সড়কে মুতির দোকান পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। রওশন আলী উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের মিরন মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার নরসিংপুর থেকে সুনামগঞ্জে যাওয়ার পথে টেবলাই মুতির দোকান পয়েন্টে পৌঁছা মাত্র পথচারী এক মহিলাকে বাঁচাতে গিয়ে গাছের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আহত একজনকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • দোয়ারাবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু