দোয়ারাবাজারে পান্ডারগাঁও ইউপিতে  জামায়াতের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাও আব্দুস সালাম আল মাদানী’র দিনব্যাপী গণসংযোগ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 7 hours ago
Oplus_131072

মারুফ খন্দকার, দোয়ারাবাজার( সুনামগঞ্জ)

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় দিনব্যাপী গণসংযোগ ও পথসভা পরিচালনা করেছে সুনামগঞ্জ -৫( ছাতক-দোয়ারা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাও আব্দুস সালাম আল মাদানী। মঙ্গলবার (৮ জুলাই) সন্ধায় দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নে দিনব্যাপী এই গণসংযোগ পরবর্তী মঙ্গলপুর বাজার ও নতুন বাজারে পথসভায় বক্তব্য রাখেন।

এসময় সালাম মাদানী বলেন,জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে দেশের সকল সেক্টরের দূর্নীতি বন্ধ হবে। দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার আওয়ামী ফ্যাসিষ্টরা দেশ পরিচালনা করায় দেশের প্রতিটা সেক্টর স্বৈরাচারের আখড়াই পরিনত হয়েছিলো। জুলাই-আগস্টে ছাত্রজনতা কর্তৃক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গনঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার আওয়ামী সরকারকে দেশ থেকে বিতাড়িত করলেও দেশের প্রতিটা সেক্টরে তার দোসসরা রয়েগেছে। যার কারনে এখনো তারা দেশকে নিয়ে একের পর এক ষড়যন্ত্র করছে এবং দেশে চাঁদাবাজের উৎপাত বৃদ্ধিতে সহযোগিতা করছে। তিনি বলেন,দেশকে চাঁদাবাজ মুক্ত করতে হলে জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আনতে হবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে সকল সেক্টরে দূর্নীতি মুক্ত হবে। না হয় দেশে চলমান চাঁদাবাজ গোষ্ঠী আরেকটি স্বৈরাচারের জন্ম দিবে।সালাম মাদানী বলেন, আওয়ামী লীগ শান্তিতে কাউকে বসবাস করতে দেয়নি। তারা জুলুমের সীমা অতিক্রম করেছিল। কিন্তু তা সত্ত্বেও আমরা এই জালিমের বিরুদ্ধে সব সময় প্রতিবাদে সোচ্চার ছিলাম। এখন আরেকটি গোষ্ঠী মানুষের শান্তি নষ্ট করার পায়তারায় উঠে পরে লেগেছে। আমরা ভবিষ্যতে ও সকল অপশক্তির বিরুদ্ধে জনগনের অধিকার আদায়ের জন্য যুদ্ধ করতে প্রস্তুত। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর দেশে আওয়ামী স্বৈরাচার গোষ্ঠী শাসন করলেও দেশের অবকাঠামো গত কোন উন্নয়ন তারা করেনি। তারা লোকদেখানো উন্নয়নের নামে দেশের সম্পদ হরি লুটের মাধ্যমে বিদেশে প্রাচার করেছে। সুনামগঞ্জ -৫( ছাতক-দোয়ারা) অঞ্চলের বেহাল পরিস্থিতি আর মানুষের দূর্ভোগই তার প্রমান। তিনি বলেন,সুনামগঞ্জ -৫ (ছাতক-দোয়ারা) আসনের লোকজন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করলে দুই উপজেলার সার্বিক উন্নয়নে, অবকাঠামো উন্নয়নে নির্স্বাথ্যভাবে কাজ করব। মানুষের মধ্যে বৈষম্য দূরীকরণে কাজ করব। ছাতক ও দোয়ারাবাজার দুই উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব।দিনব্যাপী গণসংযোগের অংশ হিসেবে এর আগে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত পান্ডারগাঁও ইউপি’র জামেয়া ইসলামিয়া জলসি দারুল কোরআন মাদ্রাসা, পঞ্চগ্রাম সোনাপুর মাদ্রাসা, খাদিজাতুল কোররা মহিলা মাদ্রাসা শ্রীপুর,জামেয়া মাহমদিয়া হাফিজিয়া মাদ্রাসা, মদিনা মসজিদ হাফিজিয়া মাদ্রাসা বাগান বাড়ি, জামেয়া ইসলামিয়া হাফিজিয়া নতুন বাজার মাদ্রাসা এর শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কৌশল বিনিময় করেন এবং পান্ডারগাঁও ইউনিয়নের ১ নং ওয়ার্ডে গণসংযোগ ও উঠান বৈঠক, মঙ্গলপুর বাজারে গণসংযোগ, পথসভা ও নতুন বাজারে গণসংযোগ পরবর্তী পথসভা।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ আব্দুল কুদ্দুস, সিলেট কোতোয়ালি থানা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, জালালাবাদ থানা জামায়াতের সহকারী সেক্রেটারি উবায়দুল হক শাহিন, ছাতক উপজেলা জামায়াতের কর্মও শূরা পরিষদের সদস্য মাও একেএম ফরিদ উদ্দিন, ছাতক উপজেলা জামায়াত নেতা মো: আব্দুল হাই আজাদ,জামায়াতে নেতা নাজমুল হোসেন,সিলেট কোতোয়ালি পূর্ব থানা জামায়াতের ১৭ নং ওয়ার্ড সেক্রেটারি ইবরাহিম খলিল, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের নায়েবে আমীর কামাল উদ্দিন। পান্ডারগাঁও ইউনিয়ন জামায়াতের আমীর মাও দেলোয়ার হোসাইন’র সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল হাই বশির এর পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন পান্ডারগাঁও ইউনিয়ন জামায়াতের সহ-সেক্রেটারি রিয়াজুল হক মাহফুজ, ইউনিয়ন উলামা বিভাগের সভাপতি মাও আব্দুল হক,শ্রমিক কল্যাণ ফেডারেশন দোয়ারাবাজার উপজেলা সহ-সভাপতি সামছুল ইসলাম, হাজ্বী কনুমিয়া উচ্চবিদ্যালয় এন্ড কলেজের গভনিংবডির সাবেক সভাপতি হাফিজ আমিন উদ্দিন, ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি রফিকুল ইসলাম, ইউনিয়ন যুবফোরাম সভাপতি আপ্তাব উদ্দিন, জামায়াতে নেতা বদরুল ইসলাম,১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মুজাহিদুল ইসলাম,৮ নং ওয়ার্ড সভাপতি আছকন আলী,সহসভাপতি শমশের আলী,৪ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি জায়েদ হোসেন, ৫ নং ওয়ার্ড সেক্রেটারি শাহাআলম, ৬ নং ওয়ার্ড সভাপতি গিয়াসউদ্দিন, ৭ নং ওয়ার্ড সেক্রেটারি হোসাইন আহমদ,দোয়ারা দক্ষিন শিবিরের সাবেক সভাপতি জসিম উদ্দিন সাগর,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ আবেদ,বর্তমান সভাপতি মাহবুবুর রহমান রুকন, ইউনিয়ন সভাপতি আলমগীর হোসেন আনোয়ার।

এসময় ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।