জনপ্রিয়

দোয়ারাবাজারে ক্যারিয়ার+ কোচিং সেন্টার শুভ উদ্বোধন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 6 months ago

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ আব্দুল্লাহ আল মারুফ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার স্থানীয় বাংলাবাজারে দীর্ঘ দিনের প্রত্যাশীত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের প্রাইভেট ক্যারিয়ার+ কোচিং সেন্টার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুলাই) বিকালে উপজেলার বাংলাবাজারে ক্যারিয়ার+ কোচিং সেন্টার শুভ উদ্বোধন অনুষ্ঠানে এস এম শাব্বির ও মোবারক হোসেনের যৌথ পরিচালনায়,প্রবিত্র কোরআন তিলাওয়াত করেন মাওলানা ইব্রাহিম খলিল। এসময় ক্যারিয়ার+ কোচিং সেন্টার শুভ উদ্বোধন অনুষ্ঠানে নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাসক মোঃ আবু বকর ছিদ্দিক উপস্থিত বক্তব্যে, তিনি বলেন এমন কোচিং সেন্টার গুলোই বর্তমানে শিক্ষা পাঠদানের মেধাবিকাশের পথ। এসময় যুবলীগ নেতা তোফায়েল আহমেদ উপস্থিত সকল কোচিং সেন্টার পরিচালনার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এসময় উপস্থিত বড়খাল বহুমূখী স্কুলঅ্যান্ড কলেজের গভার্নিং বডির সদস্য আব্দুল করিম,রেজাউল হক,নজরুল ইসলাম,ডা.মহিউদ্দিন, ডা.আবদুল হালিম,আহমেদ সি.এইস.সিপি,কামরুল ইসলাম, রামিম,রুবেল আহমেদ, কামাল হোসেন, কামরুল ইসলাম, সৌরভ,সুমন,জাহিদ, মিশকাত আলামিন,গোলাম রব্বানি,জুবায়ের, তোফাজ্জল,সালাউদ্দিন, মহসিন সহ প্রমুখ।

  • দোয়ারাবাজারে ক্যারিয়ার+ কোচিং সেন্টার শুভ উদ্বোধন