স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
দৈনিক জাগ্রত মাতৃভূমি অনলাইন নিউজ পোর্টালটি ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করছে সারাদেশে। এই জনপ্রিয়তার পিছনে কাজ করছে সারাদেশের বিভিন্ন জেলা উপজেলার গনমাধ্যমকর্মী বা সাংবাদিক গনেরা। সাংবাদিকদের কাজের গতি ধারা ও মান উন্নয়ন সহ পোর্টালের উন্নয়ন বিষয়ক আলোচনার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার দৈনিক জাগ্রত মাতৃভূমির সকল প্রতিনিধি সহ ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে দৈনিক জাগ্রত মাতৃভূমির নির্বাহী সম্পাদক জনাব দেলোয়ার হোসেন মাহাদীর পরিচালনায় দৈনিক জাগ্রত মাতৃভূমির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি সম্মেলন ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন দৈনিক জাগ্রত মাতৃভূমির সম্পাদক ও প্রকাশক জনাব শেখ রায়হান চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জাগ্রত মাতৃভূমির বার্তা সম্পাদক জনাব ইমান আলী। তাছাড়াও উক্ত সম্মেলন ও দোয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সাংবাদিক বর্গ ও ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই কুরআন তেলোয়াত ও হামদে নাত পাঠ করেন উপস্থিত ওলামায়ে কেরামগণ। অতঃপর প্রধান অতিথি বিশেষ অতিথিগণেরা নিজেদের বক্তব্য প্রদান করেন। বক্তব্যে নিউজ পোর্টালটির উন্নতির ও কার্যক্রম ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে প্রত্যেকে নিজেদের মত প্রকাশ করেন।
দৈনিক জাগ্রত মাতৃভূমির সম্পাদক ও প্রকাশ জনাব শেখ রায়হান চৌধুরী তার বক্তব্যে সকল প্রতিনিধি উপস্থিত অতিথি ও সাধারণ জনতার উদ্দেশ্যে বক্তব্যের মাধ্যমে দৈনিক জাগ্রত মাতৃভূমি ন্যায় ও সত্য প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ বলে আশ্বাস প্রদান করেন এবং সত্য প্রকাশে ও অন্যায়ের বিরুদ্ধে তিনি তার পোর্টালের মাধ্যমে সকলের পাশে দাড়ানোর আশ্বাস ব্যক্ত করেন এবং প্রতিনিধি সহ সকলের সহযোগিতা কামনা করেন। বার্তা সম্পাদক জনাব ইমান আলী সাহেব তার সংক্ষিপ্ত বক্তব্যে দৈনিক জাগ্রত মাতৃভূমির পূর্ববস্থা থেকে বর্তমান অবস্থানে পৌছানোর সংক্ষিপ্ত বর্ণনা পেশ করেন এবং ভবিষ্যতে আরও সাফল্য অর্জনের রোডম্যাপ প্রদান করেন এবং সে বিষয়ে সকলের সহযোগীতা কামনা করে বক্তব্য শেষ করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিরা নিজেদের মতামত ও প্রশ্ন ব্যক্ত করে এবং আলোচনা করেন। সবার বক্তব্য ও আলোচনা শেষে দৈনিক জাগ্রত মাতৃভূমির নির্বাহী সম্পাদক উক্ত অনুষ্ঠানের আয়োজক জনাব দেলোয়ার হোসেন মাহদী সাহেব সকলকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং অত্র পোর্টালের বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করে ও পরামর্শ প্রদান করে ভবিষ্যতে সত্য ও ন্যায়ের সাথে দৈনিক জাগ্রত মাতৃভূমিকে দেশের শীর্ষ গণমাধ্যমে পরিণত করার লক্ষ্য নিয়ে নিজের বক্তব্য শেষ করেন।
বক্তব্য ও আলোচনা পর্ব শেষ করে প্রধান অতিথি জনাব শেখ রায়হান চৌধুরীরে আগমনে শুভেচ্ছা স্মারক প্রদান সহ প্রতিনিধিদের সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়। সবশেষে সকলের মাধ্যে নৈশভোজ সম্পন্ন করে অনুষ্ঠান সমাপ্ত করেন।