আল-আমিন হোসেন, স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার আওতাধীন দেলুয়া খেয়াঘাটে যাত্রীদের খাজনা (ঘাট ফি) আর দিতে হবে না। খেয়াঘাটটির ইজারাদার কর্তৃক পূর্বে ডেকে নেওয়া সব টাকা পরিশোধ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাচনী প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক মনোনীত প্রার্থী জননেতা আমিরুল ইসলাম খান আলিম।
সোমবার, ২৮ জুলাই ২০২৫ তারিখে তিনি দেলুয়া খেয়াঘাটের ইজারাদারকে সমস্ত অর্থ বুঝিয়ে দেন। এরপর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় যে, আজ থেকে দেলুয়া খেয়াঘাটে কোনো খাজনা দিতে হবে না। যাত্রীসাধারণ যেন বিনামূল্যে পারাপার হতে পারেন, এ ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে।
এ উপলক্ষে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ পায়। আয়োজনে ছিলেন বেলকুচি উপজেলা বিএনপি ও বেলকুচি পৌর বিএনপি।
এ সময় বিএনপি নেতা-কর্মীরা বলেন—
“বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ।”