দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটায় নোঙর ফাউন্ডেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১২ এপ্রিল) উপজেলার ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে নোঙর ফাউন্ডেশনের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সভাপতি মু. আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ফাউন্ডেশনের উপদেষ্টা সদস্য মাওলানা আব্দুল আজিজ, নজরুল ইসলাম ও মাওলানা মুহিব্যুল্লাহসহ অন্যান্য ব্যক্তিবর্গ। সম্মেলনে মু. আতিকুর রহমানের পরিচালনায় সাধারণ সদস্য সহ অত্র এলাকার জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দ্বি-বার্ষিক সম্মেলনে মু. আব্দুল কাদের কে সভাপতি, সাইফুল ইসলামকে সেক্রেটারি সহ ৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন ফাউন্ডেশনের প্রধান নির্বাচন কমিশনার মোঃ এনামুল হক।