জনপ্রিয়

দুর্নীতি, লুটপাট ও হানাহানির রাজনীতি বন্ধে ছাত্রজনতার ঐক্য জরুরি-ড. মোস্তাফিজুর রহামান ইরান

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM TV
প্রকাশ: 4 weeks ago

ইমান আলী, স্টাফ রিপোর্টার

ঢাকা, ২১ মার্চ : মহান মুক্তিযুদ্ধ ও ৫ আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে নবীন-প্রবীণের ঐক্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান।

তিনি বলেন, “৫ আগস্টের অভ্যুত্থানে এক সাগর রক্তের বিনিময়ে যে স্বপ্নের নতুন বাংলাদেশ নির্মাণের পথ তৈরি হয়েছে, তা ব্যর্থ হতে দেওয়া যাবে না। দুর্নীতি, লুটপাট, দোষারোপ, হানাহানি ও প্রতিহিংসার রাজনীতির কবর রচনা করে ন্যায়বিচার ও মানবিক বাংলাদেশের জন্য সংগ্রাম জোরদার করতে হবে। ছাত্র মিশনের নেতাকর্মীদের তৃণমূলে সুসংগঠিত হতে হবে।”

ডা. ইরান আরও বলেন, “আমরা দুর্নীতি ও দুঃশাসন চাই না। আমরা শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্বের বাংলাদেশ চাই। বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। লুটপাটের রাজনীতির কারণে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াতে পারছে না। দুর্নীতিবাজ রাজনীতিবিদ, আমলা ও সরকারি কর্মকর্তাদের মুখোশ উন্মোচনে ছাত্র ও যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

শুক্রবার (২১ মার্চ) বিকাল ৫টায় রাজধানীর কাটাবন এলাকার একটি রেস্তোরাঁয় বাংলাদেশ ছাত্র মিশন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মোঃ মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই, মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মুফতি তরিকুল ইসলাম সাদি, সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম সজিব, দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, ছাত্র মিশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাকিল হাসনাত ও সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ হাফিজুর রহমান রিফাত, কেন্দ্রীয় নেতা সাদ্দাম হোসেন লিটন, রায়হান উদ্দিন সনি ও মোঃ সিয়াম মোল্লা।

ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম, ছাত্র আন্দোলনের সম্পাদক আমিরুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ, ইসলামী ছাত্র আন্দোলনের তথ্য সম্পাদক ফয়জুল ইসলাম। এছাড়াও ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ফোরাম, ইসলামী ছাত্র মজলিস, জাগপা ছাত্রলীগ, গণতান্ত্রিক ছাত্রদল, এনডিএম ছাত্র আন্দোলন ও ছাত্র পক্ষের প্রতিনিধিরাও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।