জনপ্রিয়

দীর্ঘদিন বন্ধ থাকার পরে ঠাকুরগাঁওয়ে স্বাভাবিক হয়েছে ৫ থানার কার্যক্রম

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 4 months ago

সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে ঠাকুরগাঁওয়ে সাতটি থানার মধ্যে পাঁচটি থানা ইতোমধ্যেই তাদের সব ধরনের কার্যক্রম চালু করেছে। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থানায় গিয়ে দেখা যায়, সেনাবাহিনীর সঙ্গে পুলিশ সদস্যরাও থানার মধ্যে অবস্থান করছেন। তবে এই জেলার হরিপুর এবং ভুল্লী থানার কর্যক্রম এখনও বন্ধ রয়েছে। এদিন থানায় অভিযোগ করতে আসা ভুক্তভোগীরা জানায়, দীর্ঘদিন থানার কার্যক্রম বন্ধ থাকায় আমরা বিভিন্ন ধরনের সমস্যায় পরেছি। কার্যক্রম আবার চালু হওয়ায় আমরা আনন্দিত। আমাদের যেকোনো সমস্যায় এখন থানায় এসে অভিযোগ করতে পারব। তারা আরও বলেন, থানা বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছিলাম। কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসায় সব জায়গায় আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। এতে আমরা খুব আনন্দিত। ঠাকুরগাঁওয়ে সাতটি থানার মধ্যে কোনো ধরনের ভাঙচুর-অগ্নিসংযোগ বা হতাহতের ঘটনা ঘটেনি। তাই ঠাকুরগাঁওবাসী আশাবাদী, দ্রুতই আইন শৃঙ্খলা বাহিনী তাদের সর্বোচ্চ সেবাটা আবারও দিতে পারবে। এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, দেশ একটি অস্থির অবস্থার মধ্যে থাকায় আমাদের বেশ কিছু পুলিশ শাহাদাত বরণ করেন। আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। এরই মধ্যে আইজিপি স্যার এবং এসপি স্যারের নির্দেশনায় আমাদের ঠাকুরগাঁওয়ে পাঁচটি থানার কার্যক্রম চালু হয়েছে। তার মধ্যে বালিয়াডাঙ্গী থানাও একটি। তিনি আরও বলেন, পুলিশের ধর্মই মানুষের সেবা করা। আমরা পূর্বে মানুষের সেবায় নিয়োজিত ছিলাম। বর্তমানেও করছি, ভবিষ্যতেও মানুষের সেবায় নিয়োজিত থাকবো। আমাদের থানার জনবল পরিপূর্ণ রয়েছে। যার জন্য আমাদের কার্যক্রম পরিচালনা করতে কোনো ধরনের সমস্যা হবে না। আজকে সকালেও আমাদের টহল দল বালিয়াঙ্গী থানার বিভিন্ন ইউনিয়নের মানুষের সঙ্গে কথা বলেছেন। তাদের সমস্যার কথাগুলো শুনেছেন। ইতোমধ্যে আমাদের থানায় বিভিন্ন জায়গা থেকে লোকজন অভিযোগ নিয়ে আসতেছেন। আমরা সেগুলোর ব্যবস্থা নিচ্ছি। এ বিষয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, ঠাকুরগাঁও জেলায় মোট সাতটি থানা রয়েছে, তার মধ্যে পাঁচটি থানার কার্যক্রম আজকে (শুক্রবার) থেকে চালু হয়েছে। বাকি দুটি থানার কার্যক্রম দ্রুতই চালু করা হবে। আমাদের কাজ মানুষদের সেবা দেওয়া। আমরা চাই, খুব দ্রুতই যেন আমরা সবাইকে সঠিক সেবা দিতে পারি।

  • দীর্ঘদিন বন্ধ থাকার পরে ঠাকুরগাঁওয়ে স্বাভাবিক হয়েছে ৫ থানার কার্যক্রম