জনপ্রিয়

তিনদিন ব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 18 hours ago

স্টাফ রিপোর্টার

স্মরণ কালের স্মরণীয় ও জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো দেওয়ান ইদ্রিস ল কলেজে ডা. সালাহউদ্দিন বাবু’র তত্ত্বাবধানে তিনদিন ব্যাপি উৎসব বৈশাখী মেলা।

মেলার ব্যাপারে স্বর্ণপদক প্রাপ্ত কবি ইলোরা সোমা বলেন, আমার এই ক্ষুদ্র জীবনে এত সুন্দর ও সাবলীল, চমৎকার ও অসাধারণ আয়োজন দেখার সৌভাগ্য হয়নি। তবে এবার ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু সাবেক সাংসদ তার আয়োজনে সফল ও সার্থক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । যা আমার মনে হয় ইতিহাসে লেখা থাকবে এবং আমাদের অন্তরের অন্তস্তলেও সারাজীবন থেকে যাবে, কখনোই ভোলার নয়। আমি গর্বিত যে আমি দেওয়ান ইদ্রিস ল কলেজের একজন ছাত্রী, আমি গর্বের সাথে আমাদের স্যার এবং ম্যাডামদের কৃতজ্ঞতা জানাই তারা আমাদের এত সুন্দর ও সাবলীল ভাবে শিক্ষা দিয়েছেন।

  • তিনদিন ব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত