জনপ্রিয়

তারেক রহমানের হস্তক্ষেপে ব্রাহ্মণবাড়িয়া বিএনপিতে স্বস্তির নিঃশ্বাস

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 3 months ago

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কাউন্সিল সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপে বিভক্ত হয়ে ইদানীং বেশ উত্তেজনা সৃষ্টি হয়েছিলো। সম্মেলন সফলে এক পক্ষের লাঠি মিছিল, আবার সম্মেলনের বিরোধিতা করে আরেক পক্ষের মশাল, ঝাড়ু ও জুতা মিছিলও হয়েছে। সম্মেলনের তারিখ পিছিয়েছে দুই দফা। তৃতীয় তারিখেও সম্মেলন হবে কি না এ নিয়ে ছিলো জনমনে সংশয়। অবশেষে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানে তারেক রহমানের হস্তক্ষেপে চলমান উত্তেজনা কমতে শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপিতে। তারেক রহমানের নির্দেশ পেয়ে বিরোধীতাকারী পক্ষ সম্মেলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় কেটে গেছে উত্তেজনা।   দুই দফায় পিছিয়ে আগামী ১লা ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করা হয়। প্রায় এক দশক পর হতে যাওয়া সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছিল।   দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে ভোটার তালিকা করা হয়েছে বলে বিরোধীতাকারি পক্ষ থেকে অভিযোগ করা হয়। কেন্দ্রের কাছে বিষয়টি জানানো হয়। পরে তারেক রহমানের সঙ্গে আলোচনার পর অবশ্য সম্মেলনে পরিবর্তন আনা হয়েছে। ভোট ছাড়া নেতৃত্ব নির্ধারণের দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। বিষয়টি নিয়ে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব ও জেলার এক নেতার সঙ্গে প্রায় এক ঘণ্টার মতো লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এ নির্দেশনা দেন।  জানা যায়, জেলা বিএনপি মূলত দুই ভাগে বিভক্ত। বর্তমান কমিটির আহ্বায়ক আব্দুল মান্নান ও সিরাজুল ইসলামের পক্ষে থেকে পেছন থেকে সমন্বয় করছেন কবির আহমেদ। অন্যদিকে সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনের নেতৃত্বে থাকা কমিটির পেছনে রয়েছেন কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল। কেন্দ্রীয় বিএনপি ঢাকাতে দুই পক্ষকে ডেকে নিয়ে সুরাহার চেষ্টা করলেও এতে সফল হননি। শেষ পর্যন্ত তারেক রহমানের হস্তক্ষেপে দুই পক্ষের মধ্যে এখন ঐক্যের সুবাতাস দেখা দিয়েছে। বর্তমানে উভয়দলের বক্তব্য হলো তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সম্মেলন সফল করার সর্বাত্মক চেষ্টা করা হবে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তারা।

  • তারেক রহমানের হস্তক্ষেপে ব্রাহ্মণবাড়িয়া বিএনপিতে স্বস্তির নি:শ্বাস