জনপ্রিয়

তবে কি টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরছে কোহলি

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM TV
প্রকাশ: 3 weeks ago

আকাশ দাশ সৈকত

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলেছিলেন বিশ্বকাপ জয়ের পরপরই । তবে আবার নতুন করে গুঞ্জন শোনা যাচ্ছে অবসর ভেঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরতে পারেন ভারতীয় টপঅর্ডার ব্যাটার ভিরাট কোহলি।

ভারতের হয়ে দারুণ সব রেকর্ডে নাম বসিয়েছেন ভিরাট কোহলি। বিশ্বক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকারের পর ভারতের সেরা ক্রিকেটার বলা হয় ভিরাট কোহলিকে। রেকর্ড আর সাফল্যে নিজেকে নিয়ে গেছেন সেরাদের আসনে। গতবছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ট্রফি জয়ে রেখেছিলেন দারুণ ভূমিকা। এরপর সদ্য সমাপ্ত হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি জয়েও ব্যাট হাতে সামান ভূমিকা রেখেছিলেন এই তারকা ব্যাটার । তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরপরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে এখনো বিদায় বলেননি তিনি।

তাইতো গত শনিবার (১৫ মার্চ) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ‘ইনোভেশন ল্যাব ইন্ডিয়ান স্পোর্টস সামিটে’ সঞ্চালক ইসা গুহের এক প্রশ্নের উত্তরে কোহলি বলেন, “সারা বিশ্বে অনেক টি-টোয়েন্টি লিগ হয় এখন। আমি মনে করি, আইপিএল অবশ্যই এতে বিশাল ভূমিকা রেখেছে। এটা ক্রিকেটকে এমন এক পর্যায়ে নিয়ে এসেছে, যেখানে তা অলিম্পিকসের অংশ। আমাদের কিছু ছেলের জন্য দারুণ সুযোগ এটা।”

অবসর ভেঙে ফিরবেন কিনা, এমন প্রশ্নের জবাবে হাসিমুখে কোহলি বলেন, ‘অলিম্পিকসের জন্য? হয়তো। যদি আমরা স্বর্ণপদকের জন্য খেলি, তাহলে আমি হয়তো এক ম্যাচের জন্য ফিরে আসব (হাসি)। পদক জিতে বাড়ি ফিরে আসব। দারুণ ব্যাপার হবে। অলিম্পিক চ্যাম্পিয়ন হওয়াটা হবে অসাধারণ অনুভূতি, এই ধরনের প্রথম অনুভূতি।”