মোঃ জামাল হোসেন, ঢাকা জেলা প্রতিনিধি
রাজধানী পৃথক এলাকা থেকে অজ্ঞাত পরিচয় দুজনের মরা দেহ উত্তর করেছে পুলিশ। শুক্রবার দুপুরের দিকে এসব মরা দেহ উদ্ধার করা হয়। দুপুর ১২ টার দিকে শ্যামপুর থানার জুড়াইনে সেতু মার্কেটের সামনে থেকে অজ্ঞাত পরিচয় এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ ( ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত ও চিকিৎসক বিকেল পাঁচটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। শ্যামপুর থানার এসআই মোঃ সাইফুল ইসলাম বলেন খবর পেয়ে জুরাইন মার্কেটের সামনে থেকে অজ্ঞাত পরিচয় যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করি। বিকেলে লালবাগে গণপূর্ত উপবিভাগের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লালবাগ থানার এসআই অনিরুদ্ধ রায় বলেন আমরা খবর পেয়ে লালবাগের গণপূর্ত উপবিভাগে মেইন ফুটপাতে অচেতন অবস্থায় নারীকে দেখতে পাই । তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।অনিরুদ্ধ রায় বলেন, এসবের ভিতরে কে বা কাহারা জড়িত সঠিক তদন্ত করে আইনের আওতায় আনা হবে।