ডোমার প্রতিনিধি
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ,অনলাইনে হেনস্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, এবং বিচারহীনতার প্রতিবাদে নীলফামারীর ডোমারে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ই মার্চ) সকালে উপজেলার পৌর শহরে “হৃদয়ে ডোমার”-এর সহযোগিতায় ও “নবজাগরণ, ডোমার” সংগঠনের-এর আয়োজনে ডোমার রেল গেট থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে মিলিত হয়।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- আর এল একাডেমী কোচিং সেন্টারের পরিচালক মোঃ শহীদুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডোমার উপজেলা শাখার সভাপতি মো. সোহেল রানা, ছাত্র প্রতিনিধি শরীফ আহমেদ, অর্নব আলিফ প্রমুখ।
এ সময় বক্তব্যে বক্তারা বলেন, নারীদের সুরক্ষা নিশ্চিত করতে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করতে হবে বলে তারা সরকারের প্রতি আহ্বান জানান।