জনপ্রিয়

ডোমারে ব্লাড ব্যাংক-জোড়াবাড়ীর এস,এস,সি পরীক্ষার্থীদের মাঝে পরিক্ষা সামগ্রী বিতারণ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 week ago

ডোমার প্রতিনিধি

মানবতার কল্যাণে, এগিয়ে আসুন রক্তদানে এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ব্লাড ব্যাংক- জোড়াবাড়ী’র উদ্যোগে এস,এস,সি পরিক্ষার্থীদের মাঝে পরিক্ষা সামগ্রী বিতারণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ই এপ্রিল) বিকালে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় সংগঠনের প্রধান কার্যালয়ে পরিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন- সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি সোহেল রানা।

এসময় উপস্থিত ছিলেন—ব্লাড ব্যাংক জোড়াবাড়ী’র সহ- সভাপতি হাফেজ মোঃ মজিবুল ইসলাম, সাধারণ সাধারণ সম্পাদক শাহিস আলম,সাংগঠনিক সম্পাদক ফাহিম ইসলাম মিরাজ, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ রাজ্জাক ইসলাম, সদস্যবৃন্দ প্রমূখ।

এসময় বক্তব্যে বক্তারা বলেন- প্রতি বছরের ন্যায় এবারেও এস, এস, সি পরিক্ষার্থীদের মাঝে পরিক্ষা সামগ্রী বিতরণ করা হয়, তারেই ধারাবাহিকতায় এবারেও হচ্ছে। পরে পরিক্ষার্থীদের পরিক্ষা সম্পর্কিত দিক নির্দেশনা প্রদান করা হয়।

উল্লেখ্য অর্ধশতাধিক এস এস সি শিক্ষার্থীর মাঝে পরিক্ষা সামগ্রী বিতারণ করা হয়।