জনপ্রিয়

ডেঙ্গু প্রতিরোধে বিডি ক্লিন ঢাকা উত্তর-১২ ও ১৫ টিমের তারুণ্যের পরিচ্ছন্নতার কার্যক্রম

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 month ago

মুহাম্মদ এরশাদুল ইসলাম

পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” এই শ্লোগান বুকে ধারণ করে পরিচ্ছন্ন হলো মেরুল বাড্ডা হাতিরঝিল চক্রাকার বাস কাউন্টার ও তার আশপাশ।

৮ই নভেম্বর (শুক্রবার) পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে বিডিক্লিন ঢাকা উত্তর এর আওতাধীন হাতিরঝিল -১২ ও ভাটারা-১৫ নম্বর টিম এর সদস্যদের অংশগ্রহণে পরিচ্ছন্ন হলো হাতিরঝিল,মধুবাগ খেলার মাঠ ও তার আশপাশ। বিডিক্লিন তারুণ্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মত। বিকাল ৩ঃ৩০ মিনিটে পারস্পরিক আলোচনা ও পরিচিতি পর্বের মধ্য দিয়ে শুরু হয় ইভেন্টির কার্যক্রম, তারপর গ্রুপ ফটো ও শপথ বাক্য পাঠ শেষে শুরু হয় পরিচ্ছন্নতার অভিযান। বিকাল ৫:৩০ মিনিট নাগাদ হাতে হাত ও কাঁধে কাঁধ মিলিয়ে বিপুল পরিমান ময়লা আবর্জনা সংগ্রহের মধ্য দিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ হয়।

বিডি ক্লিন ঢাকা উত্তর হাতিরঝিল-১২ ও ভাটারা-১৫ টিমের সদস্যরা বলেন , প্লাস্টিক বর্জন আমাদের পরিবেশের জন্য একটি মারাত্মক সমস্যা। প্রতিদিন যে পরিমাণ প্লাস্টিক ব্যবহার হয়, তার অধিকাংশই পুনর্ব্যবহারযোগ্য নয়। প্লাস্টিক ময়লা আবর্জনা নদী, সাগর এবং জমিতে জমা হতে থাকে, যা প্রাণীজগতের জন্য হুমকি। প্লাস্টিকের ব্যবহার কমানো এবং সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা খুব জরুরি। আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে, যাতে সবাই প্লাস্টিক বর্জন নিয়ে উদ্বেগ প্রকাশ করে। আসুন, আমরা একসাথে এই সংকটের বিরুদ্ধে লড়াই করি। আশেপাশের মানুষের মাঝে সচেতনতা জাগ্রত করতেই প্রতিনিয়ত চর্চা করে যাচ্ছেন বিডি ক্লিন সদস্যরা। তাদের লক্ষ্য একটি সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ উপহার দেওয়া। ধারাবাহিক চর্চায় ৮ই নভেম্বর (শুক্রবার) হাতিরঝিল, মধুবাগ খেলার মাঠ এর আশেপাশ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয় এবং স্থানীয়দের মাঝে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়।

  • ডেঙ্গু প্রতিরোধে বিডি ক্লিন ঢাকা উত্তর-১২ ও ১৫ টিমের তারুণ্যের পরিচ্ছন্নতার কার্যক্রম