জনপ্রিয়

ডিবি পরিচয়ে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ নেতা ৯ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 9 months ago

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতির বিরুদ্ধে ডিবি পরিচয়ে ব্যবসায়ীর ৯ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ১৩ মার্চ রায়গঞ্জ থানায় ছয়জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী।অভিযোগকারী ব্যবসায়ী সজীব আহমেদ মনির বগুড়া জেলার সদর থানার ফুলদিঘী গ্রামের আব্দুল মোমিনের ছেলে। অভিযুক্তরা হলেন রায়গঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মাইকেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ইলিয়াস ও সাধারণ সম্পাদক আলামিনসহ ছয়জন। লিখিত অভিযোগে মনির উল্লেখ করেছেন, ৮ মার্চ রাত সাড়ে ১১টায় তিনিসহ চারজন প্রাইভেট কারে বগুড়া থেকে সিরাজগঞ্জে যাচ্ছিলেন। যাওয়ার পথে অভি হাইওয়ে ভিলা নামে একটি রেস্টুরেন্টে তারা থামেন। খাওয়া শেষে গাড়িতে ওঠার সময় মাইকেল, ইলিয়াস, আলামিনসহ ছয়জন প্রাইভেটকার ও মোটরসাইকেলে এসে তাদের আটকান। তারা ডিবি পরিচয় দিয়ে গাড়ির চাবি ছিনিয়ে নেন। পরে দেশীয় অস্ত্রের মুখে সঙ্গে থাকা ব্যবসার টাকা ছিনিয়ে নেন।মনির বলেন, সিরাজগঞ্জের বেলকুচির সমেশপুর আমার দাদার বাড়ি। আমার মামা মকবুল হোসেন মুকুল সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। ঘটনার দিন রাতে আমি ব্যবসার টাকা নিয়ে দাদার বাড়ি যাচ্ছিলাম। তারা টাকা ছিনিয়ে নেওয়ার সময় দুজনকে মারধরও করেন। নির্বাচন নিয়ে ব্যস্ত থাকার কারণে অভিযোগ দিতে দেরি হয়।রায়গঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মো. মাইকেল অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা নির্বাচনী ওয়ার্ক করে এসে রেস্টুরেন্টে খাচ্ছিলাম। এ সময় কিছু অপরিচিত লোক দেখে সন্দেহ হয়। তাদের হাতে নির্বাচনী লিফলেট ছিল। সেখানে তাদের সঙ্গে কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এর থেকে বেশি কিছু নয়। নির্বাচন পরে শুনি তারা এমন অভিযোগ করেছেন। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ইলিয়াস বলেন, ঘটনার ১৫ দিন পর অভিযোগের বিষয়টি জানতে পেরেছি। অভিযোগে কী বলা হয়েছে, জানি না। তবে এটা জেলা পরিষদ নির্বাচন নিয়ে ঘটনা। নির্বাচনে তারা একটি পক্ষ ছিল। তাদের সঙ্গে কথাকাটাকাটি হয়েছে। রায়গঞ্জ থানার ওসি হারুন-অর-রশিদ বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

  • ডিবি পরিচয়ে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ নেতা ৯ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই