মোঃ আবদুর রহিম সোহেল, স্টাফ রিপোর্টার চট্টগ্রামঃ সিএমপির কোতোয়ালী থানার এসআই (নি.) সজীব কুমার আচার্য্য সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় আজ ২১/০৫/২৪ খ্রি. (২০/০৫/২৪ দিবাগত) রাত ০০.৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তার উপর পরস্পর যোগসাজশে জ্ঞাতসারে ঘটনাস্থলে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়ে ডাকাতির প্রস্ততি গ্রহণ করায় ১। মোঃ মেহেরাজ মিয়া (২০), ২। মোঃ শান্ত (২৩), ৩। মোঃ করিম প্রকাশ বাপ্পি (২০)-দেরকে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে তিনটি টিপছোরা উদ্ধারপূর্বক জব্দতালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করার অপরাধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করে হয়!