জনপ্রিয়

ট্র্রাক ও মোটরবাইকের মধ্যে ভয়াবহ দুর্ঘটনায় একজনের মৃত্যু অন্যজন মারাত্মকভাবে আহত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 9 months ago

খুলনা জেলা প্রতিনিধি” কাজী রায়হান তানভীর সৌরভ

খুলনা সাতক্ষীরা মহাসড়ক প্রচুর ব্যস্ততাম ওই মহাসড়কটি দিয়ে প্রতিদিন যাতায়াত করে হাজারো লক্ষ প্রাণ, কিন্তু চালকদের বেপরোয়া গতি ও পথচারীদের অসচেতনতা কারণে এ মহাসড়ক যেন হয়ে উঠেছে মৃত্যুর ফাঁদ, প্রায় দিনই এই মহাসড়কে দুর্ঘটনার কথা শোনা যায়, কিছুদিন আগে একই জায়গায় ডাম্পারের সাথে দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছিল। কিছুদিন পরপরই এখানে সড়ক দুর্ঘটনা হয়, অধিকাংশ সময়ই জানা যায় যে বেপরোয়া গতিই সড়ক দুর্ঘটনার কারণ, আমাদের এই নিত্য দিনের ব্যস্ততাই যেন হয়ে উঠছে আমাদের মৃত্যুর কারণ, অল্প কিছু সময় বাঁচানোর তাগিদে আমরা যেন প্রতিনিয়তই হারিয়ে ফেলছি তাজা প্রাণ, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সর্বপ্রথম সচেতন হতে হবে আমাদের, একমাত্র আমাদের সচেতনতাই পারে কোন এক মায়ের কোল খালি হওয়া থেকে, আসুন সকলে মিলে সচেতন হই ট্রাফিক আইন মেনে চলি ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করি।

  • আঙ্গারদহ কালভার্টের কাছে ট্র্রাক ও মোটরবাইকের মধ্যে ভয়াবহ দুর্ঘটনা। একজনের মৃত্যু অন্যজন মারাত্মকভাবে আহত