আকাশ দাশ সৈকত
ইংল্যান্ডের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট টি-টোয়েন্টি ব্লাস্টে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশি পেসার শরিফুল ইসলাম। ক্রিকেটের বাইশ গজের পারফরম্যান্সে সময়টা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশি পেসার শরিফুল ইসলামের। এমন অফফর্মের কারণে বাদ পড়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ স্কোয়াড থেকেও । তবে গতি আর শরিফুলের সামর্থ্য নিয়ে প্রশ্ন থাকে না কারো! তাইতো এইবার ইংলিশ ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ ভাইটালিটি ব্লাস্টে খেলার প্রস্তাব পেয়েছেন এই পেসার । আজ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে শরিফুল নিজেই। তবে লম্বা সময় ধরে আয়োজিত এই টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে শরিফুল এনওসি পাবে কিনা সেই বিষয়ে এখনো কোন তথ্য জানা যায়নি। এইদিকে ইংলিশ এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এসেক্সের প্রস্তাব পাওয়ার বিষয়ে শরিফুল জানিয়েছেন, ‘এমন প্রস্তাব এসেছে। ওরা এনওসির জন্য চিঠি পাঠাবে। সেটি হাতে পেলে বিসিবির কাছে আবেদন করব। এরপরই উনারাই সিদ্ধান্ত নেবে, দেখা যাক কী হয়।’ উল্লেখ্য আগামী ২৯ শে মে থেকে শুরু হবে টি-টোয়েন্টি ব্লাস্ট আর শেষ হবে ১৩ সেপ্টেমবর । ১৬ দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টে প্রতিটা দল খেলবে গ্রুপপর্বে ১৪টা করে ম্যাচ ।