তৌহিদুর রহমান শেরপুর প্রতিনিধি- শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের উত্তর পানবর গ্রামে কৃষি জমি নষ্ট করে রাস্তা নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। ১৬ মে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ সংবাদ সম্মেলন উত্তর পানবর গ্রামের বটতলীতে অনুষ্ঠিত হয়। জমির মালিকদের ও এলাকাবাসীর পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খনানন্দ কোচ। লিখিত বক্তব্যে তারা উল্লেখ করেন, ঝিনাইগাতী উপজেলার ১নং কাংশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মোঃ শাহজাহান তার মেয়ের শ্বশুর বাড়ি যাতায়াাতের জন্য আদিবাসী কোচ পরিবার ও এলাকার অসহায় কিছু কৃষকের জমি নষ্ট করে ৪০ দিনের কর্মসূচি দিয়ে একটি রাস্তা নির্মাণের পাঁয়তারা করছে। কিন্তু ওই বাড়িতে যাওয়ার জন্য সরকারী ম্যাপ অনুযায়ী ১০ ফুট প্রশস্ত একটি রাস্তা বিদ্যমান রয়েছে। কিন্তু শাহজাহান মেম্বার ওই পরিবারের ৮ জন লোকের চলাচলের জন্য অন্যের জমি নষ্ট করে ব্যক্তিগত একটি রাস্তা তৈরি করার পরিকল্পনা করে। বিষয়টি নিয়ে বেশ কিছুদিন যাবত দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছে। ইতিমধ্যেই কোচ পরিবার আদালতে একটি মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর দাবি, জমি নষ্ট করে যাতে নতুন কোনো রাস্তা নির্মাণ করা না হয়, সেইসাথে পূর্বের যাতায়াতের রাস্তাটিই সংস্কারের মাধ্যমে পাকা করার দাবি জানান তারা। এ বিষয়ে মাননীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।