জনপ্রিয়

ঝালকাঠিতে তরুণদের নিয়ে মাদকদ্রব্য অপব্যবহার রোধে মতবিনিময় সভা

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 year ago

মাদকদ্রব্যের অপব্যবহার রোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ (সোমবার) ঝালকাঠি ৯নং ওয়ার্ডে সিটি কিন্ডারগার্টেন স্কুলের সবুজ চত্তরে ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর আয়োজনে ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াসের সহযোগিতায়
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াসের উপদেষ্টা ও ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র তরুণ কর্মকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াসের উপদেষ্টা ও ঝালকাঠি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, ইয়াসের উপদেষ্টা ও ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, সিটিক্লাব ও পাঠাগারের উপদেষ্টা হেমায়েত হোসেন হিমু, সিটিক্লাব ও পাঠাগারের সভাপতি আবদুস সালাম চুন্নু, ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াসের সভাপতি আবির হোসেন রানা।

ইয়াসের সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল ইসলাম রাব্বির সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তাদের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল কাদের বলেন তরুন সমাজকে নিয়ে মাদক নির্মূলে কাজ করতে চায়। তিনি আরো বলেন সমাজের সকল শ্রেনীর মানুষ সহযোগীতা না করলে মাদক নির্মূল করা সম্ভব না। তাই, তরুন সমাজকে এগিয়ে আসতে হবে। এসময় বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, স্থানীয় গন্যমান্য ব্যক্তি সহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

  • Cricket news
  • ঝালকাঠিতে তরুণদের নিয়ে মাদকদ্রব্য অপব্যবহার রোধে মতবিনিময় সভা