জনপ্রিয়

ঝালকাঠিতে ট্রাক প্রাইভেট কার অটোরিকশা ত্রিমুখী সংঘর্ষে নিহত ১৬ আহত ৬

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 8 months ago

মেছবাহ উদ্দিন: আবারো ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনা। ঝালকাঠি গাবখান ব্রিজের ঢালে ট্রাকের ব্রেক ফেইল হয়ে ট্রাক, প্রাইভেট কার ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ। এখন পর্যন্ত নিহত ১২ আহত ৬ ঝালকাঠিতে প্রায়ই এরকম দুর্ঘটনা দেখা যায়।চালকদের বেপরোয়া গতির কারণে এরকম দুর্ঘটনা ঘটে। গাবখান ব্রিজ অনেক ঢালু।কিন্তু চালকরা নির্দিষ্ট গতির নিয়মকানুন না মেনে চালাতে থাকে। গতকালকে এক ট্রাক ড্রাইভার ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসার ১০ ফান্ডের টাকা উত্তোলনকারী একজন খাদেমকে পিষে দিয়ে চলে যায়।পরবর্তীতে ঝালকাঠি পুলিশের সহায়তায় ট্রাকসহ তাকে আটক করা হয়। ঠিক আজকেই আবার গাব খান ব্রিজের ঢালে এই দুর্ঘটনা ঘটে। আজকের গাপখান ব্রিজের ঘটনার প্রক্ষদর্শী ইকবাল হোসেন জানান ট্রাকের ব্রেক ফেল হওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। যারা বেঁচে আছে তাদের অবস্থা আসংখ্যাজনক তাদেরকে ঝালকাঠি সরকারি হাসপাতালে এবং শেরেবাংলা মেডিকেল হাসপাতালে নেয়া হচ্ছে।

  • ঝালকাঠিতে ট্রাক প্রাইভেট কার অটোরিকশা ত্রিমুখী সংঘর্ষে নিহত ১৬ আহত ৬