জুলাই গনঅভ্যুত্থান দিবসে দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের দোয়া,আলোচনা ও স্মৃতিচারন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 2 hours ago

আব্দুল্লাহ আল মারুফ , দোয়ারাবাজার (সুনামগঞ্জ):জুলাই গনঅভ্যুত্থানের একবছরপূর্তিতে আলোচনা সভা,স্মৃতিচারণ ও দোয়া মোনাজাতের মাধ্যমে জুলাই গনঅভ্যুত্থান দিবস-২০২৫ উদযাপন করেছে দোয়ারাবাজার উপজেলা প্রশাসন।

এ উপলক্ষে মঙ্গলবার (৫ আগষ্ট) সকাল ১০ টায় দোয়ারাবাজার উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারী বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিদের জুলাই আন্দোলনের স্মৃতিচারণমূলক বক্তব্য ও দোয়া মোনাজাতের মধ্যদিয়ে বেলা ১২ টায় অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সালেহীন খাঁন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য সামছুল হক নমু, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডাঃ হারুন অর রশীদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু, এলজিইডি কর্মকর্তা আব্দুল হামিদ, দোয়ারাবাজার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহাব উদ্দিন সিহাব,ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আজিজুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব সোহেল মিয়া,আহত যুদ্ধা রেদোয়ানুর রহমান,সাংবাদিক মামুন মুন্সি। অনুষ্ঠানে শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলাউড়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুস সাত্তার।

এসময় উপজেলা জামায়াত নেতা মাওলানা আমজাদ হোসাইন, উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কামাল উদ্দিন, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি হারিছ মিয়া, কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন,শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা,সাংবাদিক আব্দুল মোতালিব ভূইয়া, সুমন আহমদ,মাসুদ রানা সোহাগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত মনির হোসেন, সাবেক যুগ্মআহ্বায়ক আব্দুল্লাহ আল মাসুদ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন।