কুড়িগ্রাম প্রতিনিধিঃ
“আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, আজকের এই দিনে সাইদ তোমায় মনে পড়ে”—এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে কুড়িগ্রাম সরকারি কলেজ এলাকা।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামী ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকী উপলক্ষে এক গণমিছিলের আয়োজন করে।
সকাল ৯টায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠ থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আব্দুল মতিন ফারুকী। তাঁর সঙ্গে ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ নিজাম উদ্দিন, নায়েবে আমীরসহ অন্যান্য নেতৃবৃন্দ। একইসঙ্গে ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মোবাশ্বের হোসেন এবং যুব বিভাগের বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন।
গণমিছিলে বক্তারা বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল এই জনপদের আত্মমর্যাদার প্রতিচ্ছবি। আবু সাইদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আমরা এই চেতনার আলোয় আগামী বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ করব।”
তারা আরও বলেন, “জুলাইয়ের চেতনা কখনো মুছে যাবে না। এ চেতনা আমাদের চলার পথের শক্তি।”
মিছিলটি কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়। কর্মসূচির পুরো সময়জুড়ে স্থানীয় প্রশাসনের উপস্থিতি ছিল লক্ষণীয়, যা কর্মসূচির শান্তিপূর্ণ সমাপ্তিতে সহায়ক হয়।
এটি ছিল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা জামায়াতের আয়োজিত কর্মসূচি, যেখানে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ লক্ষ্য করা যায়।