আকাশ দাশ সৈকত
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নেওয়ার কারণে আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে থাকবে না বাংলাদেশ দলের নিয়মিত উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাশ । তবে এমন অবস্থায় দলে মাহিদুল ইসলাম অঙ্কন ডাক পেলেও বাড়তি উইকেটকিপার হিসেবে তরুণ অমিত হাসান ডাক পেতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
সম্প্রতি সময়ে ঘরোয়া লিগ গুলোতে দারুণ পারফরম্যান্স করে চলেছেন তরুণ উইকেটকিপার ব্যাটার অমিত হাসান। গত জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) প্রথম ডাবল সেঞ্চুরিতে বেশ সাড়া ফেলেছিলেন সিলেট বিভাগের হয়ে খেলা এই ব্যাটার। ব্যাট হাতে দ্যুতি ছড়ানো অমিত সবশেষ আসরে ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহকও। তখনি নির্বাচকদের নজরে আসেন ২৩ বছর বয়সী এই ব্যাটার। গুঞ্জন উঠেছিলো শিগ্রই জাতীয় দলে ডাক পাচ্ছেন এই ব্যাটার, কিন্তু বয়স আর অভিজ্ঞতার বিচারে সেইবার জাতীয় দলে ডাক পড়েনি তার। তবে আবার নতুন করে গুঞ্জন উঠেছে এই ব্যাটারকে নিয়ে । চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাট হাতে আবারো দ্যুতি ছড়িয়ে শোনা যাচ্ছে আসন্ন জিম্বাবুয়ে সিরিজে ডাক পেতে পারেন তিনি।
তবে আজ দেশের শীর্ষস্থানীয় এক গণমাধ্যমের সাথে আলোচনায় বিষয়টি উড়িয়ে দিলেন সাবেক নির্বাচক হান্নান সরকার। তিনি বলেন, ‘অঙ্কন যেহেতু খেলছে। তাছাড়া সামনে এইচপি বা এ দলের খেলা দলের খেলা রয়েছে। সেখানে অমিতকে আরো বাজিয়ে দেখতে পারে। সেখানে ভালো করলে সুযোগ আসবে। সে নিজে আরো পরিপক্ষ হয়ে দলে আসবে। আমার মনে হয় নির্বাচকরা আরো সময় নিতে পারে অমিতের বিষয়ে।’