সংবাদদাতা-জামিল মোহাম্মদ জনি, চট্টগ্রাম প্রতিনিধি
জাতীয় ভোটার দিবস উপলক্ষে রাংগামাটি জেলার কাপ্তাই উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শনিবার সকাল ১০ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন এতে সভাপতিত্ব করেন। আলোচনা সভায় উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার, উপজেলা কৃষি অফিসার ইমরান আহমেদ, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, সহকারী নির্বাচন কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, মুক্তিযোদ্ধা কমান্ডার এর সাবেক কমান্ডার মোঃ শাহাদাত হোসেন চৌধুরী, ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন সহ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, মেম্বার ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সঠিক তথ্যে ভোটার হবো স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো জাতীয় ভোটার দিবসের এই প্রতিপাদ্যকে সামনে রেখে এর আগে একটি র্যালী কেন্দ্রীয় শহীদ মিনার হতে শুরু হয়ে কাপ্তাই সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।