আজ রবিবার (১৭ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মদিন উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও পথসভা করেছে। কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি রায়হান ইসলাম বলেন, বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাঙালিকে চিন্তা করা যায় না। বঙ্গবন্ধু ছিলেন সংস্কৃতিপ্রেমী, অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণের রূপকার ও বাঙালির শোষণমুক্তি আন্দোলনের আপোষহীন নেতা। তাঁর নেতৃত্বেই বঙালি স্বাধীন বাংলাদেশ পেয়েছে। তিনি বলেন, ক্যাম্পাসে প্রতি বছর বিভিন্ন দিবসে মহান এই নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তবে সেটা হলের এক ছোট্ট মুরালে। যেটা দৃষ্টিকটু মনে হয়। তাই ক্যাম্পাসে বঙ্গবন্ধু মুরাল স্থাপনের দাবি জানান তিনি। এ সময় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ তোফার সঞ্চালনায় সভায় বঙ্গবন্ধুর জীবন সংগ্রাম নিয়ে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি রায়হান ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক পি. এম. সফিকুল ইসলাম, সহ-সভাপতি ড. জুয়েলী বিশ্বাস ও সুখন সরকার, তীর্থক নাটকের সভাপতি নাছিম আহমেদ, সমকাল নাট্যচক্রের সাধারণ সম্পাদক সানজিদ সালভি, রাজশাহী ইউনিভার্সিটি ড্রামা এসোসিয়েশন (রুডা) এর প্রতিনিধি মধুসূদন, বিশ্ববিদ্যালয় থিয়েটার, রাজশাহীর প্রতিনিধি মাসরুফা তাসনীম, স্বননের প্রতিনিধি তুষার মহব্বত। এ সময় উপস্থিত ছিলেন জোটের যুগ্ম সাধারণ সম্পাদক উদয় বেপারী, সাংগঠনিক সম্পাদক রিন্টু তনচংগ্যা ও জোটভুক্ত সংগঠন সমকালের সহসভাপতি আওয়াল হোসেন আশিক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক সোহাগ রানা ও সদস্য সৈয়দ আবু ইব্রাহিম নয়ন প্রমূখ।
তারিফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়