মোঃ মেহেরাজ হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৌরভ হোসেন (২১) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।রোববার (২১ এপ্রিল) সকালে জয়পুরহাট-হিলি সড়কের শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সৌরভ হোসেন জেলার পাঁচবিবি উপজেলার খাস বাড্ডা গ্রামের মোমিন হোসেনের ছেলে। তিনি জয়পুরহাট বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এইচএসসি পরিক্ষার্থী। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সৌরভ হোসেন বাড়ি থেকে জয়পুরহাট শহরের দিকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এমন সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সৌরভ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেন। পরে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়