জনপ্রিয়

জয়নাল হাজারী কলেজের ছাত্রীর মৃত্যুতে শোক প্রকাশ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 months ago

সংবাদ দাতা -ফাহমিদা ফিরোজ

মা-বাবার একমাত্র মেয়ে নিঝুম আক্তার। সনামধন্য ফেনীর জয়নাল হাজারী কলেজের ছাত্রী নিঝুম আক্তার। গত ৪ ফেব্রুয়ারি মাসে আনুমানিক দুপুরে কাইছুটি পাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় আহত হয়। কিছু লোক মিলে নিঝুমকে ফেনী সদর হাসপাতালে নিলে সেখান থেকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম রয়েল হাসপাতালে।সেখানে নিঝুম আক্তারকে চট্টগ্রামে অবস্থিত রয়েল হাসপাতালে সিইসি ইউতে ভর্তি করানো হয়। চট্টগ্রাম রয়েল হাসপাতালে সিইসি ইউতে আজ বিকাল ৪:৩০ মিনিটে ইন্তেকাল করে।তার এই মৃত্যুতে ভেঙে পড়েছে তার মা-বাবা, বন্ধুবান্ধব। শোকের ছায়া নেমে এসেছে জয়নাল হাজারী কলেজের শিক্ষকদের।জয়নাল হাজারীর প্রধান শিক্ষক জানান,’খুবই মেধাবী মেয়ে নিঝুম আক্তার।সবসময় কলেজ তাকে মাতিয়ে রাখতো সবসময় হাসিমুখে থাকতো কিন্তু তার এ বয়সের মৃত্যুটি খুবই অস্বাভাবিক’এ কথা বলতে কেঁদে দেন তিনি। এছাড়াও ভেঙে পড়েছেন তার মা-বাবা। নিঝুম আক্তারকে এখনো আনা হয়নি বলে জানা গেছে।

  • জয়নাল হাজারী কলেজের ছাত্রীর মৃত্যুতে শোক প্রকাশ