জনপ্রিয়

জনসাধারণের ভোগান্তির আরেক নাম সরকারি হাসপাতাল

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 4 weeks ago

নিজস্ব প্রতিনিধি

সম্প্রতি কয়েকটি সরকারি হাসপাতালে মিলছে যেন ভোগান্তি। যার শুরু হয় ওষুধ কোম্পানির মার্কেটিং এর অফিসারদের নিয়ে এবং শেষ হয় ঔষধ নিয়ে। দূর দুরন্ত থেকে অনেক জনসাধারণ মানুষ আসে সরকারি হাসপাতালে শুধু মাত্র চিকিৎসা ও ওষুধের জন্য। কিন্তু মিলছে না স্বস্তি, বাড়ছে শুধু ওষুধের ব্যয়বহুল খরচ। রোগীরা যখন ডাক্তারের অপেক্ষা করে বসে থাকে ঠিক তখন ডাক্তার আসার পরপরই যেন শুরু হয় যেন ভীর । কিন্তু সেই ভির রোগীদের নয় বরং মার্কেটিং অফিসারদের যেখানে তারা ৩০ থেকে ৪০ মিনিট সময় ব্যয় করে অপর দিকে সময়ের দিকে তাকিয়ে থাকে রোগীরা। পাশাপাশি রোগীরা তাদের রোগের কথা জানালে ওষুধ পাচ্ছে কিন্তু পর্যাপ্ত পরিমাণের নয়। ৮০% ঔষধ তাদের বাহির থেকে কিনতে হচ্ছে এবং ২০% পাচ্ছে হাসপাতাল থেকে। অনেকের স্বচ্ছল অবস্থা নয়, অনেকেই আর্থিক সমস্যার কারণে সরকারি হাসপাতালে আসে চিকিৎসার জন্য কিন্তু সেখানেও তাদের চিকিৎসার চাহিদা পূরণ হচ্ছে না। তবে কী এভাবেই চলবে জনসাধারণের চিকিৎসা সেসব প্রশ্ন যেনই জনসাধারণের মনে ঘুরপাক খাচ্ছে।

  • জনসাধারণের ভোগান্তির আরেক নাম সরকারি হাসপাতাল