জনপ্রিয়

জনসচেতনতা মূলক কাজে নেমেছে পঞ্চগড় পরিবেশ অধিদপ্তর

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 months ago

মোহাম্মদ শেখ ফরিদ, স্টাফ রিপোর্টার

পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার কাজে পরিবেশ অধিদপ্তরের ভূমিকা অপরিসীম। পঞ্চগড়ে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে মাঠে-ময়দানে কাজ করছে পঞ্চগড় পরিবেশ অধিদপ্তর। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে ,পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় এর উদ্যোগে নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে জন সচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের নির্দেশ মোতাবেক আগামী ১ নভেম্বর ২০২৪ তারিখ হতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন/পলিপ্রোপাইলিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে বিশেষ অভিযান পরিচালিত হবে। বর্ণিত নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে অদ্য (২৮ অক্টোবর) ২০২৪ তারিখে বিকাল ৪টায় পঞ্চগড় বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর ব্যবহার বন্ধে সচেতনতামূলক এই ক্যাম্পেইন আয়োজন করা হয়।

ক্যাম্পেইন এর অংশ হিসেবে পঞ্চগড় বাজারের দোকানসমূহে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়, স্টীকার সাটানো হয় ও পলিথিন ব্যবহারে বিরত থাকার অনুরোধ করে মাইকিং করা হয়। পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর আয়োজনে উক্ত ক্যাম্পেইনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন, পঞ্চগড়, রোভার-স্কাউট, সাংবাদিকবৃন্দসহ পঞ্চগড় জেলার বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা অব্যহত থাকবে বলে জানানো হয়েছে।

  • জনসচেতনতা মূলক কাজে নেমেছে পঞ্চগড় পরিবেশ অধিদপ্তর